প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ১১:৩৪ পিএম (ভিজিট : ৬০)
বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট, আঞ্চলিক কার্যালয় কুমিল্লার মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মো: সিরাজুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিলা প্রমানিক, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম সালাউদ্দিন, বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাঃ তানজিয়াতুল হুসনা সহ নবীনগর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মোছা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে ৮৫ জন কৃষকের মাঝে ব্রিধান ১০০, ব্রিধান ১০১, ব্রিধান ১০২, ব্রিধান ১০৪, ব্রিধান ১০৫, ব্রিধান ১০৭, ব্রিধান ১০৮ জাতের ১০ কেজি করে বীজ বিতরণ করা হয়।