ই-পেপার বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
ই-পেপার

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪

গাইবান্ধায় জামায়াত-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ১১:২৩ পিএম  (ভিজিট : ৮৬)
গাইবান্ধার পলাশবাড়িতে জামায়াত সমর্থিত এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের উপর অনাস্থা আনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলা পরিষদ গেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণে কেঁপে ওঠে আশেপাশের এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশবাড়ীর উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়ন পরিষদের জামায়াত সমর্থিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থার অভিযোগ দেয় ওই ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা। সেই অনাস্থা আনার বিষয়টি আজ উপজেলা পরিষদে সমঝোতা হওয়ার কথা ছিল। তার আগেই বিএনপি ও জামায়াতের দুই নেতার মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। তা এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

জাতয়িতাবাদী ছাত্রদলের জেলা সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত জানান, চেয়ারম্যানের উপর অনাস্থা আনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় জামায়াতের তিনজন ও বিএনপির পাঁচজন আহত হয়েছে বলে শুনেছি।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো জানান, বিকেলে পলাশবাড়ী উপজেলা পরিষদে বিএনপি ও জামায়াতের দুই নেতার মধ্যে বাক-বিতণ্ডা হয়। এরই জেরে পলাশবাড়ী উপজেলা গেট এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর জানাতে পারেননি ওসি।

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close