ই-পেপার বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
ই-পেপার

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪

আরও পূর্ণাঙ্গ ৫ কমিশন গঠন, সংস্কারের উদ্যোগ সফল হোক
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ১:১২ এএম  (ভিজিট : ১৪৮)
অনেক প্রত্যাশা নিয়ে ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের বয়স তিন মাস পূর্ণ হয়েছে। এই তিন মাস মূল্যায়নে অর্থনীতিবিদরা বলছেন, ভঙ্গুর সামষ্টিক অর্থনীতিতে খানিকটা শৃঙ্খলা ফিরেছে। আর রাজনীতিবিদরা সংস্কার এবং এখনও দ্রুত নির্বাচন অনুষ্ঠানের স্পষ্ট পদক্ষেপ না নেওয়ায় এক ধরনের অস্বস্তির কথা জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের মাধ্যমে তিনি জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চান। আর সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে ছয় জন বিশিষ্ট নাগরিককে কমিশনের প্রধান করে ছয়টি কমিশন গঠন করা হয়। গত মাসে কমিশনগুলো আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। 

মঙ্গলবার সময়ের আলো থেকে জানা যায়, রাষ্ট্র সংস্কার এগিয়ে নিতে গঠিত নতুন পাঁচ কমিশনের নাম ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। সোমবার গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারীবিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যদের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারির কথা জানিয়েছে তার কার্যালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৯০ দিনের মধ্যে কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করবে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নির্বাচন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারে কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। এরপর গত ১৭ অক্টোবর রাজধানীতে এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্বাস্থ্য, গণমাধ্যমসহ আরও চার বিষয়ে সংস্কার কমিশন গঠনে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। সোমবার পাঁচটি কমিশন পূর্ণাঙ্গ হওয়ায় কমিশনের মোট সংখ্যা দাঁড়াল ১১টিতে। 

গত শতকের নব্বইয়ের দশকের শুরুতে এইচ এম এরশাদের স্বৈরশাসন অবসানের পর তার বিরুদ্ধে আন্দোলনকারী আওয়ামী লীগ ও বিএনপিসহ রাজনৈতিক দলগুলো বাংলাদেশ বেতার ও বিটিভির স্বায়ত্তশাসনের ব্যাপারে একমত হয়েছিল। প্রতিষ্ঠান দুটিকে সৃজনশীল ও গুরুত্বপূর্ণ করতে স্বায়ত্তশাসনের নীতিমালাসংক্রান্ত সুপারিশ প্রণয়নের জন্য ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে কমিশন গঠন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তৎকালীন সচিব মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহর নেতৃত্বে এই কমিশন ১৯৯৭ সালের ৩০ জুন একটি প্রতিবেদন জমা দেয়। আসাফ্উদ্দৌলাহ্ কমিশন বিবিসির আদলে বিটিভিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার পরামর্শ দিয়েছিল। কোনো সরকার সেই সুপারিশ আমলে নেয়নি।

সরকার পুরোদমে রাষ্ট্র সংস্কারের কার্যক্রম শুরু করেছে। নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বরা কমিশনের প্রধান হিসেবে অগ্রণী ভূমিকা রাখবেন বলে সাধারণ মানুষ আশা করছে। আমরা প্রত্যাশা করি কমিশনগুলোর রিপোর্ট দ্রুতই আলোর মুখ দেখবে। সরকারের সংস্কার উদ্যোগ ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।     


সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close