ই-পেপার মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪
মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহে গণধর্ষণ মামলার প্রধান আসামি বাদশা গ্রেফতার
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৮:২২ পিএম  (ভিজিট : ৪৩০)
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গণধর্ষণ মামলার আসামি মোহাম্মদ বাদশা মিয়াকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল সোমবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সানিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে র‌্যাব-১৪ ময়মনসিংহ সদর দপ্তরের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেফতার বাদশা মিয়া গৌরীপুর উপজেলার সানিয়াপাড়া গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে। 

র‌্যাব জানায়, গত ২৭ জুলাই বিকেলে স্বর্ণালী আক্তার (১৯) গাজীপুর মাস্টারবাড়ী এলাকায় তার বড় বোনের বাসা থেকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী গ্রামে নিজ বাড়িতে রওনা দেয়। রাতে ঈশ্বরগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছে বাড়ি যেতে মামলার ৭নং আসামি মো. শফিকুল ইসলামের ভাড়া করা মোটরসাইকেলে উঠে। বাড়িতে যাওয়ার পথে সোহাগী বগাপুতা এলাকায় আসামাত্র আগে থেকে ওঁতপেতে থাকা বাদশা মিয়াসহ আরও কয়েকজনের সামনে মোটরসাইকেল থেকে স্বর্ণালী আক্তারকে নামিয়ে দিয়ে শফিকুল ইসলাম চলে যায়। পরে বাদশা মিয়াসহ অন্যান্যরা স্বর্ণালীকে মাজারের পাশের বাঁশঝাড়ে নিয়ে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে। এরপর শফিকুল ইসলাম মোটরসাইকেল নিয়ে এসে স্বর্ণালীকে নাপতের বাজারে নামিয়ে দেয়। 

র‌্যাব আরও জানায়, নাপতের বাজার থেকে স্বর্ণালী হাঁটতে হাঁটতে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে সে অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের লোকজনের সাথে পরামর্শ করে নিজে বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করেন। সেই প্রেক্ষিতে মামলার প্রধান আসামি মোহাম্মদ বাদশা মিয়াকে গ্রেফতার করে। তাকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close