ই-পেপার রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪

বান্দরবানে জঙ্গি সন্দেহে গ্রেফতার ১০ জনের জামিন
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৮:২১ পিএম  (ভিজিট : ২৭২)
বান্দরবানে দেশদ্রোহী ও নাশকতা মামলায় জঙ্গি সন্দেহে গ্রেফতারদের মধ্যে ১০ জনকে জামিন মঞ্জুর করেছে আদালত। একই সাথে অন্য আরেক মামলায় কেএনএফ (বম পার্টি) সন্দেহে গ্রেফতার একজনকে জামিন মঞ্জুর করেছে আদালত। 

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজের বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এ জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন- বরিশাল কোতোয়ালি এলাকার আব্দুস সালাম (২৮), পটুয়াখালী মহিপুর এলাকার মো. ওবায়দুল্লাহ (৩০), কুমিল্লার লাকসাম এলাকার যোবাইয়ের আহম্মেদ (২৯), পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকার জুয়েল মাহামুদ (২৭), পটুয়াখালী দশমিনা এলাকার শামীম হোসেন (২৬), মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী এলাকার রিয়াজ শেখ (২৪), বরগুনা বেতাগী এলাকার মো. সোহেল মোল্লা (২২),  মাগুরা বালিদিয়া এলাকার মো. আবু হোরায়রা (২২), কুমিল্লা সদর এলাকার মো. দিদার হোসেন (২৫), চট্টগ্রাম মোহাম্মদপুর এলাকার মো. ইমরান হোসেন (৩৫) ও বান্দরবানের লাল নুং খেয়াং (২৬)।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ২৮ সদস্যকে গ্রেফতার করে র‍্যাব। আজ (সোমবার) আদালতে তাদের মধ্য থেকে জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে জঙ্গি সন্দেহে ১০ সদস্যকে জামিন মঞ্জুর করেন আদালত। 

মামলা এজাহার সূত্রে আরও জানা যায়, ২০২১ সালের ফেব্রুয়ারি হতে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে কথিত হিজরতের নামে জিহাদে অংশগ্রহণের উদ্দেশ্যে বান্দরবান ও রাঙ্গামাটি জেলার গহিন অরণ্যে প্রশিক্ষণ গ্রহণের জন্য প্রায় ৫৫ জন যুবক নিখোঁজ হয়। তাদের মধ্যে ২৮ জনকে জঙ্গি সন্দেহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করেন। 

জঙ্গিবাদে জড়িয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে নিরুদ্দেশ হওয়া যুবকগণ পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি, বান্দরবান জেলার রোয়াংছড়ি, রুমা উপজেলায় দুর্গম পাহাড়ে পার্বত্য অঞ্চলের আঞ্চলিক সংগঠনের ছত্রছায়ায় অস্ত্র চালনো, বোমা তৈরিসহ সামরিক প্রশিক্ষণ গ্রহণ করছে এমন তথ্যের ভিত্তিতে বিগত ২০২২ সালের সেপ্টেম্বর হতে শুরু হওয়া জঙ্গি বিরোধী অভিযানে উক্ত নব্য সৃষ্ট জঙ্গি সংগঠনের কতিপয় নেতা ও সক্রিয় সদস্যদের র‍্যাব তাদের গ্রেফতার করতে সক্ষম হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। 

বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের (আইনজীবী অতিরিক্ত পিপি) জয়নাল আবেদিন ভূঁইয়া সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে জনপ্রতি ৫ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছে আদালত।

প্রসঙ্গত, এর আগে গত ২৪ নভেম্বর ৪টি মামলায় একই সংগঠনটির ২৮ সদস্যকে জামিন দেওয়ার পর জামিনের শর্ত ভঙ্গের কারণে জামিন বাতিল করেছিল আদালত।

সময়ের আলো/আরআই




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close