ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার
অতীতে আইন না মানায় নির্বাচনের ওপর জনগণের আস্থা নেই
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৫:৪৭ পিএম  (ভিজিট : ২৪৮)
জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, নির্বাচনী আইন অতীতে সবাই মানেনি। আইন না মানায় নির্বাচনের ওপর জনগণের আস্থা নেই। তাই নির্বাচনের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। একইসঙ্গে এবারের নির্বাচনে জনগণকে বিজয়ী করতে হবে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে রাজবাড়ী পৌর কমিটি সেন্টারে জেলা জাকের পার্টির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ সব কথা বলেন। রাজবাড়ী জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শামীম হায়দার বলেন, দলীয় প্রার্থী নমিনেশন দেয়ার প্রক্রিয়ার গুণগত পরিবর্তন, সংসদে প্রতিনিধিত্ব প্রক্রিয়ার গুণগত পরিবর্তন সর্বোপরি নির্বাচন ব্যবস্থায় গুণগত পরিবর্তন সাধন করতে হবে।

জাকের পার্টির মহাসচিব বলেন, নির্বাচনী ব্যয়ের সীমারেখা নির্ণয় করে প্রার্থীদের এবং রাজনৈতিক দলগুলোকে সে নির্বাচনী ব্যয়সীমা প্রতিপালনে কঠোর থাকতে হবে। নির্বাচন পূর্ব অর্থের লেনদেন, ঘুষ প্রদান এবং ভোটারদের প্রভাবিত করার ন্যাক্কারজনক প্রক্রিয়া প্রতিরোধ করতে হবে। রাষ্ট্রের প্রশাসন, পুলিশ বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিরাজনীতিকরণ করতে হবে। আর ব্যবসায়ী গ্রুপগুলোর রাজনৈতিক অনুদান নিয়ন্ত্রণ করতে হবে। তারা যাতে এই অনুদানের ভিত্তিতে দেশের ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে অর্থনৈতিক খাতে দুর্বৃত্তায়নের সুযোগ না নিতে পারে, সে ব্যাপারে কঠোর নিয়ন্ত্রণ থাকতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাদপুরী, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী, রাজবাড়ী জেলা জাকের পার্টির সহ-সভাপতি ডা. মঈনুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close