ই-পেপার রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪

পটিয়ায় দুর্ধর্ষ গরু ডাকাত মুখতার আটক
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৯:২৩ এএম  (ভিজিট : ২০২)
চট্টগ্রামের পটিয়ায় ১৯টি গরু ডাকাতির ঘটনায় মূল হোতা দুর্ধর্ষ ডাকাত সর্দার মুখতার শাহ (৪৫) কে আটক করেছে পুলিশ।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর বহদ্দার হাট থেকে পুলিশ তাকে আটক করে। ধৃত ডাকাত উপজেলার বারইকাড়া  শাহ বাড়ির শামসুল ইসলাম শাহর পুত্র।

পটিয়া থানার ওসি জায়েদ নুর জানিয়েছেন, ১৩ নভেম্বর রাতে পটিয়ার হাবিলাসদ্বীপ গ্রামে খামারের লোকজনকে বেধে রেখে ১৯টি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দল। সিসিটিভি ফুটেজ দেখে ডাকাত সর্দার মুখতার শাহকে সনাক্ত করে তার ডেরায় ছদ্মবেশে অভিযান চালায় পুলিশ। তার বিরুদ্ধে পটিয়া থানাসহ জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য যে, পটিয়ায় প্রতিদিনই গরুর খামারে ডাকাতি হচ্ছে। ডাকাতদল সংঘবদ্ধভাবে গাড়ি নিয়ে এসে খামারীদের মারধর ও আটক করে গুলি চালিয়ে ত্রাসের সৃষ্টি করে গরু নিয়ে চলে যায়। ডাকাতির ঘটনায় অতিষ্ঠ হয়ে খামারিরা স্মারকলিপি, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এছাড়া চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের প্রভাব বাড়ায় চরম নিরাপত্তাহীনতায় শঙ্কায় পড়েছে এই উপজেলা কয়েকলাখ মানুষ।

তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রাজু আহমদ গাজী জানিয়েছেন, উপজেলায় বেশ কয়েকটি ডাকাত দল রয়েছে। তাদেরকে ইতোমধ্যে নজরদারীতে রাখা হয়েছে। সবাইকে আটক করে জনগণের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ কাজ করছে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close