ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

১১ লাখ টাকার ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৯:৩৭ পিএম  (ভিজিট : ৩৭২)
প্রায় ১১ লাখ টাকা মূল্যের ৩৫৭ বোতল ফেনসিডিলসহ বাবলুর রহমান (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। শনিবার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, মাদক ব্যবসায়ী দেশের পশ্চিমাঞ্চল হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের চালান নিয়ে একটি পিকআপ যোগে রাজধানী ঢাকার উদ্দেশ্যে আসছে। এমন তথ্য পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে একটি পিকআপ আসলে সন্দেহজনক হওয়ায় তল্লাশি করেন র‍্যাবের সদস্যরা। তল্লাশির একপর্যায়ে চালক স্বীকার করেন তার পিকআপে ফেনসিডিল আছে। পরে পিকআপের সামনের ডালার নিচে ইঞ্জিনের দুই পাশে বিশেষ কায়দায় রাখা ৩টি প্লাস্টিকের বস্তায় আনুমানিক ১০ লাখ ৭১ হাজার টাকা মূল্যমানের ৩৫৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় পরে পিকআপের চালককে গ্রেফতার করে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার বাবলু জানায়, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close