প্রকাশ: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৭:৪৩ পিএম (ভিজিট : ১৩৪)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. হোসেন আলী নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ছোট গাংগাইল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসামি হোসেন আলী ওই গ্রামের মৃত আলী আকবর ওরফে মতিউর রহমানের ছেলে। ঢাকার মতিঝিল থানার ২০১৫ সালের একটি মামলায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন দণ্ডাদেশ প্রদান করেন।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছমি উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি টিম ৩টার দিকে ছোট গাংগাইল আসামির বাড়ি থেকে গ্রেফতার করে। ২০১৫ সালের একটি মামলায় ২০২৪ সালে আদালত তাকে যাবজ্জীবন দণ্ড প্রদান করেন। মামলার বিষয়ে বিস্তারিত বলতে পারছি না।
সময়ের আলো/আরআই