প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৮:০৯ পিএম (ভিজিট : ১৩৮)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীন হত্যা মামলার এজাহারভুক্ত ২ আসামিকে আটক করেছে পুলিশ। আখাউড়া থানার পুলিশের একটি টিম জেলার নবীনগর থানার নারুই গ্রাম থেকে শনিবার (১৬ নভেম্বর) ভোরে তাদেরকে গ্রেফতার করে। এ ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার আসামিরা হলো- উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের রোকন উদ্দিনের ছেলে স্বপন চৌধুরী (৪০) ও শরীফ চৌধুরী (৫০)।
এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যায় আমোদাবাদ গ্রামের ফজল মিয়ার ছেলে স্বাধীন মিয়াকে (২৫) ছুরিকাঘাতে হত্যা করে স্বপন। রাতেই নিহত স্বাধীন মিয়ার বাবা ফজল মিয়া বাদী হয়ে ৫ জনকে আসামি করে আখাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আজমপুর রেলওয়ে কলোনি মসজিদের সামনে স্বাধীন মিয়াকে ছুরিকাঘাত করে স্বপন চৌধুরী। স্থানীয়রা স্বাধীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক সূত্রে জানা যায়, স্বপন একজন মাদকসেবী ও মাদক কারবারি।
আখাউড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. ছমি উদ্দিন জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে রাত ৩টার দিকে নবীনগর থানার নারুই গ্রাম থেকে এজহারভুক্ত ২ আসামিকে আটক করা হয়। স্বপনের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারদেরকে দুপুরের পর আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/আরআই