প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৫:১০ পিএম (ভিজিট : ১৩৮)
লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) ভোররাতে ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- বাহার উদ্দিন, মোবারক হোসেন ও তুষার ইসলাম।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মোন্নাফ জানান, গ্রেফতার তিনজনই হিরালাল দেবনাথ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিক্তিতে ঢাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার কাজিরদিঘির পাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাবার পথে একটি নির্জন স্থানে দুর্বৃত্তরা তাকে গতিরোধ করে ছুরিকাঘাত করে হত্যা করে। হত্যাকাণ্ডের এ ঘটনায় তার ছেলে প্রিতম দেবনাথ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত হিরালাল দেবনাথ কাজীর দিঘির পাড় বাজারের মাতৃ শিল্পালয়ের মালিক।
সময়ের আলো/আরআই