ই-পেপার মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫

নতুন নামে খুলল সাফারি পার্ক
প্রথম দিন এসেছেন ২২০০ দর্শনার্থী
প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১:২৮ এএম  (ভিজিট : ৩৭৪)
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নাম পরিবর্তন করে নতুন নামে এর কার্যক্রম চালু করেছে পার্ক কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকে সাফারি পার্ক, গাজীপুর- এই নতুন নামে  পার্কটির কার্যক্রম শুরু হয়েছে। তবে সংস্কার কাজ  শেষ না হওয়ায় সাফারি পার্কের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, প্রজাপতি কর্নার, ফেন্সি ডার্ক গার্ডেন ও শিশু পার্ক  আপাতত বন্ধ থাকবে।

৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় এই সাফারি পার্কে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এরপর থেকেই বন্ধ ছিল এটি।

গাজীপুর চৌরাস্তা থেকে পরিবার নিয়ে পার্কে ঘুরতে আসা পোশাক শিল্প প্রতিষ্ঠানের সহকারী প্রোডাকশন ম্যানেজার মো. মহিউদ্দিন আহমেদ স্বপন বলেন, কর্মব্যস্ততার জন্য পরিবার-পরিজন নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়ে ওঠে না।  ছুটির দিন থাকায় সাফারি পার্কে  ঘুরতে আসা। বাচ্চারা প্রাণ খুলে ছোটাছুটি করছে, আনন্দ করছে। তিনি আরও বলেন, অনেক ইভেন্ট বন্ধ আছে। মেরামত করে সব ইভেন্ট চালু করা জরুরি। 

অটোরিকশা চালক মো. মোশাররফ হোসেন বলেন, গত তিন মাস এই রোডে যাত্রী খুবই কম ছিল। মাঝেমধ্যে এই রোড থেকে অন্য রোডে রিকশা চালাতে হতো। পার্ক খুলে দেওয়ায় এখন ভালো যাত্রী পাওয়া যাচ্ছে। ইনকামও আগের চেয়ে ভালো। ভবিষ্যতে আরও বাড়বে। 

সাফারি পার্ক, গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. রফিকুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট পার্কের মূল ফটক ভেঙে দুর্বৃত্তরা হামলা ও লুটপাট চালায়। এতে পার্কের বিভিন্ন ইভেন্টে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
দীর্ঘ তিন মাস ১১ দিন পার্ক বন্ধ রেখে টানা সংস্কারের কাজ করা হয়েছে। সংস্কার কাজ শেষে পার্কটি দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উপযোগী করে তোলা হয়েছে। আগের মতো প্রবেশ মূল্যসহ বিভিন্ন ইভেন্টের মূল্য নির্ধারণ করে শুক্রবার থেকে পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। আমরা আশা করছি, এবার পর্যটন মৌসুমে বিনোদনের জন্য পার্কটি আবার মুখরিত হয়ে উঠবে।

তিনি আরও বলেন, প্রথম দিন গতকাল শুক্রবার ২২০০ দর্শনার্থী প্রবেশ করেছেন। এটি  আশানুরূপ না হলেও আশা করছি পার্কটি খুলে দেওয়ার সংবাদে ধীরে ধীরে দর্শনার্থীর সংখ্যা বাড়বে। প্রাপ্তবয়স্ক দর্শনার্থীর জন্য গেটের প্রবেশমূল্য ৫০ টাকা, স্টুডেন্ট কার্ড প্রদর্শন সাপেক্ষে ছাত্রদের জন্য ১০ টাকা ও ১২ বছর পর্যন্ত ২০ টাকা, আফ্রিকান কোর সাফারিতে পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ছাত্রদের জন্য ৫০ টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য ১৫০ টাকা নির্ধারণ করা ছিল। বর্তমানে একই ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া অন্যান্য ইভেন্টেও আগের ফি বহাল রয়েছে।

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close