ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

নবীনগরে হত্যা চেষ্টায় থানায় অভিযোগ
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৬:৪৭ পিএম  (ভিজিট : ৩৪৬)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছ। এ ঘটনায় নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী তাজুল ইসলাম।

অভিযুক্তরা হলেন, উপজেলার ধরাভাঙ্গা গ্রামের মানিক মিয়ার ছেলে মো. বিদ্যুৎ (৩০), নুরজাহানপুর গ্রামের শরীফ মিয়ার ছেলে মো. মানিক মিয়া (৬০), মৃত কানু মিয়ার ছেলে সালাউদ্দিন খোকন (৫৪), লুৎফর রহমান লাল মিয়া চেয়ারম্যানের ছেলে মানিক মিয়া (৪০) ও আবু হানিফ লিটন (৫৪), মৃত কলিমুদ্দিন সরকারের ছেলে লুৎফর রহমান লাল মিয়া চেয়ারম্যান (৮৫), মুক্তারামপুর গ্রামের নান্নু মিয়ার ছেলে কামরুল (৫৫), মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে নুরু মিয়া (৪০), মো. শাহিন মিয়া (৪২), মনির হোসেন (৩০)। এরা সকলেই উপজেলার বাড়ি বড়িকান্দি ইউনিয়নের বাসিন্দা।  

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এলাকার আধিপত্যকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের অপু মিয়ার চায়ের দোকানের সামনের রাস্তায় হত্যার উদ্দেশ্যে তাজুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। এসময় হকিস্টিক, লোহার রড ধারা এলোপাতাড়ি আক্রমণ সহ কিল ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করা হয়। এছাড়াও হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কোপ দিলে পায়ের উপর পরে। দা দিয়ে মুখে আঘাত করলে মারির সামনের ১টি ও নিচের মারির ৩টি দাঁত ভেঙে গুরুতর জখম হয়। এসময় জমি কেনার জন্য ভাগিনা নাজির হোসেনের ব্যাগে থাকা নগদ ১০,৫০,৫০০ টাকা নিয়ে যায়। বিষয়টি কাউকে জানালে অথবা মামলা করলে মেরে লাশ গুম করে ফেলা সহ প্রাণনাশের হুমকি দেয়। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসনে।

এ বিষয়ে নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে সময়ের আলোকে বলেন, বড়িকান্দি ইউনিয়নের তাজুল ইসলামের উপর কতিপয় দুষ্কৃতকারীরা হামলা করেছে এ বিষয়ে তাজুল ইসলাম নবীনগর থানায় বিদ্যুৎ সহ ১০ জনের নামে একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close