ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

হাটহাজারীর ছাত্রলীগ নেতা শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৫:৩১ পিএম  (ভিজিট : ২০৮)
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ও হত্যা মামলায় হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত এগারটার দিকে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান এ প্রতিবেদককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা মো. হাসান উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামের মৃত নুরুল আলমের পুত্র।

তার বিরুদ্ধে এ পর্যন্ত একটি হত্যা মামলা সহ মোট পাঁচটি মামলা রয়েছে এবং আরো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 

গোপন একটি সূত্রে জানা গেছে,  গ্রেফতারকৃত হাসান গত ৬/৭ মাস পূর্বে আরব আমিরাতে চলে গেলেও মাঝে মধ্যে দেশে আসা যাওয়া করতো। এর মধ্যে গত ৫ অগাস্টের পর গ্রেফতার এড়াতে গোপনে দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে চলে যায়। তবে সে মাঝে মধ্যে শাহজালাল বিমানবন্দর হয়ে বাই রোডে গোপনে সুকৌশলে চট্টগ্রাম এসে সপ্তাহ দশদিন পর পুনরায় শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশের বাইরে চলে যেতো। বিষয়টি হাটহাজারী মডেল থানা পুলিশের নজরে আসলে তারা শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশনকে বিষয়টি জানিয়ে রাখেন। এর মধ্যে গত বুধবার রাতে দুবাই থেকে ঢাকা পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে হাটহাজারী মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে হাটহাজারী মডেল থানা পুলিশ গিয়ে গ্রেফতারকৃত ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. হাসানকে থানায় নিয়ে আসেন।

জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃত এহাহার নামীয় আসামি হাসানকে বৃহস্পতিবার সকালের দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close