ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৯:২৯ পিএম  (ভিজিট : ২১৮)
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে উখিয়া উপজেলার সোনারপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ডেনিয়াল পর্ল মেগরেইন (৪৯)। তিনি অস্ট্রেলিয়ান নাগরিক। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আরিফ জানান, নিহত ব্যক্তি অস্ট্রেলিয়ান নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভাড়া করা বাইক নিয়ে তিনি মেরিন ড্রাইভ সড়কে চলাচল করছিলেন। বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে তিনি মারা যান। তবে তিনি ট্যুরিস্ট নাকি কোন সংস্থার প্রতিনিধি তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close