প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৬:০৫ পিএম (ভিজিট : ৩৮২)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালুবাহী ট্রলির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে পৌর এলাকার পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান (১৪) নবীনগর পশ্চিম পাড়ার মাছ ব্যবসায়ী ছোট্ট মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ায় আব্দুর রহমান রাস্তা পারাপারের সময় পেছন থেকে বালুবাহী ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। আব্দুর রহমানের বাবা ছোট্ট মিয়া বলেন, তাকে মালবাহী ট্রলি ধাক্কা দিলে সে মারা যায়। ট্রলিটিকে আটক করা হয়েছে।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে সময়ের আলোকে বলেন, পৌর এলাকার পশ্চিম পাড়া সরকারি রাস্তার কাজে বালুবাহী একটি ট্রলি বালু নিয়ে যাওয়ার সময় রাস্তার কাজ দেখতে আসা একটি শিশু ট্রলির চাপায় মারা যায়। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/আরআই