প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৪:৫৫ পিএম (ভিজিট : ১৯৬)
চুয়াডাঙ্গার এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদের পাশে ছড়িয়ে ছিটিয়েছিল ব্যবহৃত পোশাক ও ব্যাগ। ঘটনাস্থল থেকে পিবিআই, সিআইডি, পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ আলামত সংগ্রহ করেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের চরের মাঠ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত খালেদা আক্তার মুন্নি (১৯) আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের জোয়াদ্দার পাড়ার খোয়াজ আলীর মেয়ে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, তিন চারদিন আগে বাড়ি থেকে বের হন একজনের সাথে দেখা করার কথা বলে। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। তাকে ডেকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়াছে তার পরিচিত কেউ। হত্যাকারীদের দ্রুত পুলিশ আটক করুক।
স্থানীয়রা জানান, ওই নারীকে কৌশলে ডেকে এনে দুর্বৃত্তরা ধর্ষণের পর হত্যা করে মরদেহ পালিয়ে যায়। মরদেহর উলঙ্গ অবস্থায় পড়েছিল। কয়েকদিন আগে হত্যা করা হয়েছে। লাশের শরীরে পোকা লেগেছে। শেয়ালে না খাওয়ায় মরদেহ অক্ষত অবস্থায় ছিল। এই এলাকায় এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা আগে ঘটেনি বলে জানান। অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাবি স্থানীয়দের।
অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে যায়। এ সময় চরের মাঠে পান বরজের পাশে একটি মেহগনি বাগানের ভেতরে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন কৃষকরা। মরদেহ পড়ে থাকার বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে সিআইডি ও পিআইবিকে খবর দেয়। আলামত সংগ্রহ ও মরদেহের সুরতহাল প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরও জানান, হত্যা রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। দুর্বৃত্ত এখানে কৌশলে ওই নারীকে ডেকে এনে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা।
সময়ের আলো/আরআই