প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৮:৫২ পিএম (ভিজিট : ২০০)
ঢাকার কেরানীগঞ্জ এলাকায় স্বামীকে অপহরণের চাঞ্চল্যকর ঘটনায় অপহরণ চক্রের সঙ্গে জড়িত স্ত্রীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-১০। গতকাল রোববার (১০ নভেম্বর) বিকেলে র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।
গ্রেফতাররা হচ্ছে- অপহৃত ফয়সালের স্ত্রী মোছা. জান্নাতুল ফেরদৌস (১৮), মো. রিফাত শিকদার (১৯), মোহাম্মদ রাজ (২১), মো. মেহেদী হাসান (১৯) ও ১৫ বছর বয়সী এক কিশোরী।
র্যাব কর্মকর্তা জানান, মো. ফয়সাল (৩০) গত ৭ নভেম্বর পারিবারিকভাবে জান্নাতুলকে বিয়ে করেন। পরদিন তারা সারিঘাট এলাকায় ঘুরতে যান। এর দুই ঘণ্টা পর জান্নাতুল একা তার স্বামীর বাসায় গিয়ে শাশুড়িকে জানান, অজ্ঞাতপরিচয় ছয়-সাত ব্যক্তি ফয়সালকে মারধর করে সিএনজিচালিত অটোরিকশায় অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। অপহরণকারীরা ফয়সালের মায়ের মোবাইলে মুক্তিপণ হিসেবে ৬০ হাজার টাকাও দাবি করে।
এ ঘটনায় ফয়সালের মা থানায় মামলা করেন। পরে র্যাব-১০ গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মতিঝিল থানাধীন গোপীবাগ এলাকায় অভিযান চালিয়ে ভিকটিম ফয়সালকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতার করে।
র্যাব-১০ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে, জান্নাতের সঙ্গে আসামি রিফাতের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরদিনই রিফাত ও জান্নাত পূর্বপরিকল্পনা অনুযায়ী ফয়সালকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন। ওই টাকা নিয়ে রিফাত ও জান্নাত অন্যত্র পালিয়ে গিয়ে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন। আসামিদের দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব।
সময়ের আলো/আরআই