ঢাকার কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) কেরানীগঞ্জের চর ওয়াশপুর এলাকা থেকে তাকে গ্রেফতারের তথ্য দিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ সোহরাব আল হোসাইন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানাননি তিনি।
গ্রেফতার আব্দুল মতিন সরকার পতনের পর থেকে আড়ালে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরের ব্যক্তিগত সহকারীর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনিও ৫ অগাস্ট সরকার পতনের পর থেকেই লোকচক্ষুর আড়ালে ছিলেন।
আব্দুল মতিন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর খাগকাটা গ্রামের বাসিন্দা।
২০২০ সালের নভেম্বরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়, যে কমিটিতে মতিনকে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সেই কমিটির সভাপতি ছিলেন শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক ছিলেন এস এম মান্নান কচি।