প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১২:৫৬ এএম (ভিজিট : ১১২)
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ায় শুরু হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। ১০ নভেম্বর শহিদ চান্দু স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল। এ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।
জিয়ার নামে টুর্নামেন্ট উদ্বোধন করতে গেলেও তামিম রাজনৈতিক বিষয় এড়িয়ে ফিরে যান স্মৃতিতে। এ মাঠেই আছে বাংলাদেশ দলের অনেক বড় বড় অর্জন। মাঝে এক যুগেরও বেশি সময় এ মাঠে ক্রিকেট হয়নি সেভাবে। এ মাঠে শ্রীলঙ্কাকে হারানোর স্মৃতিচারণ করলেন দেশের সাবেক এই অধিনায়ক।
পাশাপাশি আবারও এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার আশা জানান তিনি, ‘বগুড়ায় অনেক অনেক দিন পর আসছি। এই স্টেডিয়ামে অনেক ইতিহাস আছে। ২০০৬ সালে এই মাঠেই আমরা শ্রীলঙ্কার সঙ্গে জিতি। তাই এখানে ফিরে ভালো লাগছে। যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে আয়োজন করা হয়েছে,আমি খুব খুব খুশি। আশা করছি টুর্নামেন্টটা সফল হবে। এটি বগুড়া দিয়ে শুরু করছি, ঢাকায় শেষ করব ইনশাআল্লাহ। ২০০৬ সালে বাংলাদেশ বগুড়ায় সবশেষ ম্যাচ খেলেছিল, আশা করছি ২০২৪ বা ২০২৫ সালে আবারও বাংলাদেশ দল এখানে আসবে।’
সময়ের আলো/আরএস/