ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

ফারুকীর অপসারণের দাবিতে জাবিতে বিক্ষোভ
প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১১:৫৬ পিএম  (ভিজিট : ৫৪৬)
চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনতিবিলম্বে তাকে অপসারণের  দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। 

রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।  সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন। এসময় বক্তরা অনতিবিলম্বে ফারুকীকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ না করলে ঢাকা-আরিচা মহাসড়ক অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়ার হুশিয়ারী দেন।  

বিক্ষোভ  মিছিলে শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, মুজিববাদী সরকারে’, ‘মুজিববাদের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘ মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ‘ সাঈদ নূর আসাদ ভাই, দোসরের জায়গা নাই’,  ‘মুজিববাদের ঠিকানা, বাংলাদেশে হবে না’
‘এক দুই তিন চার, ফারুকী তুই গদি ছাড়’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, শেখ হাসিনার আমলে সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করা ও মুজিববাদ কে প্রতিষ্ঠিত করা  মানুষকে উপদেষ্টা পরিষদে আসীন করা শহীদদের রক্তের সাথে বেইমানি। অতি দ্রুত তাকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে হবে,না হলে ছাত্র সমাজ কঠোর আন্দোলনের ডাক দিবে।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন,বিগত সরকার মুজিববাদকে পুঁজি করে একটি ফ্যাসিস্ট সরকার গড়ে তুলেছিলো। সেই ফ্যাসিস্ট শাসনের ভগবান ছিলো মুজিব এবং তার প্রতীক ছিলো ৩২ নাম্বারের বাড়ি আর টুঙ্গিপাড়ার মাজার। আমরা মনে করি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেই ভেঙ্গে দেওয়া বাড়ি সেভাবেই রাখতে হবে। ফ্যাসিস্ট শাসনকে কিভাবে ছাত্রজনতা ভেঙ্গে দিয়েছে তার প্রতীক হিসেবে থাকবে এই বাড়ি। মুজিবের প্রতি যাদের সহানুভূতি আছে তাদের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া সরকারে থাকার কোনো অধিকার নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই গণঅভ্যুত্থানে যেভাবে নেতৃত্ব দিয়েছে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রজনতার সরকারে কোনো মুজিববাদী থাকলে তাঁকে গদি থেকে নামানোর নেতৃত্বও দিবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close