ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

নবীনগরে হামলা চালিয়ে আসামি ছিনতাই, ওসিসহ ৮ পুলিশ আহত
প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১১:২৭ পিএম  (ভিজিট : ৪৩৪)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যা মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে হালিম মিয়াকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার ওসি মো. হুমায়ূন কবিরের নেতৃত্বে পুলিশের ১২ সদস্যের একটি চৌকস দল হত্যা মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হালিম মিয়া বাড়িতে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করেন। তার নিজ বাড়ি থেকে ধরে পুলিশের ভ্যানে উঠানোর সময় আসামিপক্ষের লোকজন পেছন থেকে পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় নবীনগর থানার ওসি মো. হুমায়ূন কবিরের বাম হাতে কামড় দিলে তিনি আহত হয়। এছাড়াও উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিনকে দা দিয়ে মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন।

অন্যান্য পুলিশ সদস্য- উপ-পরিদর্শক (এসআই) মো. সামিম ভূঁইয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রমজান চৌধুরী, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুর রসিদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিল্লাল হোসেন লাঠিসোটার আঘাতে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

নবীনগর থানার ওসি মো. হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে সময়ের আলোকে বলেন, উপজেলার রতনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হালিম মিয়া বিগত আওয়ামী লীগের একজন ক্যাডার এবং কুখ্যাত সন্ত্রাসী। স্থানীয় মাসুদ হত্যা মামলার আসামি, এছাড়াও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাকে গ্রেফতার করে পুলিশ ভ্যানে তোলার সময় হঠাৎ পেছন থেকে তার সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এসময় হালিম মিয়াসহ আরও কয়েকজন পুলিশ সদস্যকে এলোপাতাড়ি আঘাত ও কামড়ে পালিয়ে যায়। এ ঘটনায় নবীনগর থানায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close