ই-পেপার মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫

সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে কোতোয়ালি বিএনপির বিক্ষোভ মিছিল
প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৮:৩৭ পিএম  (ভিজিট : ৩২৪)
চাঁদাবাজি, সন্ত্রাসবাদী ও স্বৈরাচার কারবারিদের বিরুদ্ধে কোতোয়ালি থানা ৩২, ৩৬ ও ৩৭ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল বিক্ষোভ মিছিল করেছে। রোববার (১০ নভেম্বর) দুপুরে রাজধানী পুরান ঢাকার কোতোয়ালি থানা এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিলটি সদরঘাট লঞ্চ টার্মিনালের সামনে থেকে বাহাদুর শাহ পার্ক, জর্জ কোট, রায়সাহেব বাজার,  তাঁতীবাজার ও বাবুবাজার এলাকা প্রদক্ষিণ করে সদরঘাট এসে সমাপ্ত করা হয়। এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর শ্রমিক দলের সভাপতি মো. সুমন ভূঁইয়া।

সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বাবুবাজার ব্রিজের নিচে সচেতনতামূলক সমাবেশে ঢাকা মহানগর শ্রমিক দলের সভাপতি মো. সুমন ভূঁইয়া বলেন, তারেক রহমানের নির্দেশ চাঁদা মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই অতীতে যারা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। ব্যবসায়ীদের ক্ষতি করেছে। বিভিন্ন ব্যবসায়ী চাঁদাবাজি করেছে। বিভিন্ন স্থানে স্থানে চাঁদাবাজি করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুদ্ধ ঘোষণা করেছে। যেখানেই চাঁদাবাজ দের পাওয়া যাবে সেখানেই গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দিবেন। বাংলাদেশে কোন স্বৈরাচারের জায়গা হবে না। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। এখানে সকল শ্রেণীর মানুষ শান্তি ও শৃঙ্খল ভাবে বসবাস করবে। তারা নির্বিঘ্নে তাদের ব্যবসা-বাণিজ্য করবে। আমরা জাতীয়তাবাদী দল তাদের সহযোগিতা করার জন্য সব সময় প্রস্তুত আছি। 

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য হাজী নাজিম, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী বাবলা, কোতয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, ৩৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক ফরহাদ রানা, ৩৬ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আরিফ হোসেন বাপ্পি, ৩২ নং ওয়ার্ড বিএনপির (আংশিক) সভাপতি মোহাম্মদ হাবিব, মহিলা দলের কোতোওয়ালি থানা সভাপতি ইরানী আক্তার, মুফতি জুল কোবির কিরণ স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ, মনির হোসেন সদস্য শ্রমিকদল দক্ষিণ, শ্রমিক দল দক্ষিণ সদস্য জাহাঙ্গীর আলম চান্দুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

সময়ের আলো/এম 




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close