প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৬:৫২ পিএম (ভিজিট : ১৭৮)
ব্রাহ্মণবাড়িয়ায় গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশের পৃথক অভিযানে হত্যা, নাশকতা ও বিস্ফোরক মামলার ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ও রোববার (১০ নভেম্বর) পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাসহ ১০ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- সদর উপজেলা রামরাইল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মোরসালীন আহম্মদ চৌধুরী নিহাদ, ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক সঞ্জীব দাস প্রমিত, নাসিরনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. আল কাউছার, নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য মো. হাসান উদ্দিন, বিরাসার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসরাইল মিয়া, নবীনগর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ফোরকান উদ্দিন মৃধা, নবীনগর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মাইন উদ্দিনসহ বাঞ্ছারামপুরের মো. শাহীন ইকবাল, বাঞ্ছারামপুর খলিল মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে ২০২০ সালের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার নেতাকর্মীদের ওপর হামলা ও মারধর করে। এ ঘটনায় ছাত্র অধিকার পরিষদের নেতা আব্দুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে গত ২০ অক্টোবর একটি মামলা করেন। এ নাশকতার মামলায় ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/আরআই