ই-পেপার বুধবার ১৩ নভেম্বর ২০২৪
বুধবার ১৩ নভেম্বর ২০২৪

সংস্কৃতি উপদেষ্টা হচ্ছেন ফারুকী?
প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৫:২১ পিএম আপডেট: ১০.১১.২০২৪ ৫:৩১ পিএম  (ভিজিট : ৩২৭)
ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন পাঁচজন যুক্ত হচ্ছেন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নতুন উপদেষ্টা হিসেবে যোগ দিচ্ছেন সে বিষয়ে এখন কিছু জানা যায়নি। তবে সংস্কৃতি উপদেষ্টা হিসেবে গুণী পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী নাম শোনা যাচ্ছে। আজ দুপুর থেকেই তার নাম আলোচনায়।

জানা গেছে, এরইমধ্যে তার নাম চূড়ান্ত হয়ে গেছে। তবে তিনি বা সরকার সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তাকে ফোন করা হলে ওপাশ থেকে অন্য এক ব্যক্তি ফোন রিসিভ করে জানান, তিনি ঘুমে আছেন। ঘুম থেকে উঠলে কথা বলবেন।

অন্য একটি সূত্র জানায়, এরইমধ্যে তিনিসহ সংস্কৃতি অঙ্গনের আরো এক চলচ্চিত্র নির্মাতার নাম শোনা যাচ্ছে। এখন বাকিটা জানা যাবে সন্ধ্যা নাগাদ।

এর আগে, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেন। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্য ২১ জন। তাদের অনেকেই পালন করছেন একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব।

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close