প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৩:৪৪ পিএম (ভিজিট : ১৭৬)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধ ও দ্রুত সময়ের মধ্যে জাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নিশ্চিত করাসহ তিন দফা দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
রোববার (১০ নভেম্বর) দুপুর ১ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ সিয়ামের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
শিক্ষার্থীদের বাকি দুইটি দাবি হলো- সমাজবিজ্ঞান অনুষদের ডিন বশির আহমেদসহ ১৪, ১৫, ১৭ জুলাই হামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সকল শিক্ষককে তদন্ত চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করতে হবে ও অতিদ্রুত তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য ও জুলাই গণহত্যায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর ক্লাস, পরীক্ষায় অংশগ্রহণ ও হলে পুনর্বাসন এর বিরুদ্ধে প্রশাসন এর দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা বলেন, ১৫ ও ১৭ জুলাই আমাদের উপর হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসের হল, ডিপার্টমেন্টসহ বিভিন্ন জায়গায় অবাধে ঘোরাফেরা করছে। আজকে ৩ মাস যাবত বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে ব্যাপারগুলোকে ঢিলে করছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই ছাত্রলীগকে যত তাড়াতাড়ি সম্ভব এই ক্যাম্পাস থেকে উৎখাত করতে হবে।
সময়ের আলো/এম