আ. লীগের বিচারের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ
প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ২:৪০ পিএম (ভিজিট : ১৬০)
লক্ষ্মীপুরে স্বৈরাচার ও খুনি আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে অবস্থান নিয়েছেন ছাত্ররা।
রোববার (১০ নভেম্বর) সকাল থেকে লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় অবস্থান নেয় তারা। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ার পাশাপাশি খণ্ড খণ্ড মিছিল করতে দেখা গেছে ছাত্রদের।
মিছিলে নেতাকর্মীরা ‘দফা এক, দাবি এক খুনি হাসিনার গ্রেপ্তার’, ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে’, ‘আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার কর, করতে হবে’, ‘গণহত্যার দায়ে খুনি হাসিনার ফাঁসি চাই, দিতে হবে, দিয়ে দাও’, এমন নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়। এ সময় ঝুমুর এলাকায় সমাবেশ করেন তারা। সমাবেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতাকে আহত-নিহত করে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে এবং দেশে নৈরাজ্য তৈরির জন্য কর্মসূচি দিয়েছে। আমরা ছাত্র-জনতা তাদের নৈরাজ্য রুখে দিতে সকাল থেকে অবস্থান নিয়েছি। বাংলার মাটিতে তাদের কোন স্থান নেই।
তারা আরও বলেন, আওয়ামী লীগ শনিবার ঘোষণা দিয়েছিল, তারা রাস্তায় নামবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছিলাম। সেই কারণে আমরা এখানে জড়ো হয়েছি। এখানে কোনো আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা ঘরের মধ্যে, গর্তের মধ্যে লুকিয়েছে।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা খুনি হাসির বিচার ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ঝুমুর চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সময়ের আলো/এএ/