প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১:৪১ এএম (ভিজিট : ১৯৪)
বিভিন্ন কারণে আমাদের শরীরে ব্যথা সৃষ্টি হয়। শরীরে ব্যথা দেখা দিলে চিকিৎসা গ্রহণের পাশাপাশি দোয়া করাও উত্তম কাজ। হজরত আবু আবদুল্লাহ (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর কাছে একবার নিজের শরীরের ব্যথার কথা জানালেন।
তখন রাসুলুল্লাহ (সা.) তাকে বললেন, ‘তুমি তোমার দেহের ব্যথিত স্থানে হাত রেখে তিনবার বিসমিল্লাহ এবং সাতবার আউজু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু, অর্থাৎ আল্লাহর মর্যাদা ও কুদরতের আশ্রয় গ্রহণ করছি, সেই মন্দ থেকে, যা আমি পাচ্ছি এবং যা থেকে আমি ভয় করছি’-পাঠ করবে (মুসলিম : ২২০২; তিরমিজি : ২০৮০; আবু দাউদ : ৩৮৯১)। আমাদের শরীরেও ব্যথা অনুভব করলে এই দোয়া পাঠ করতে পারি।
সময়ের আলো/আরএস/