ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় হত্যা মামলায় ৪ আসামি গ্রেফতার
প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৯:৪৭ পিএম  (ভিজিট : ২৩৬)
বগুড়ার সোনাতলায় রাজমিস্ত্রি শহীদ হোসেন নিশা (১৭) হত্যা মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৮ নভেম্বর) রাজধানী ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরপর আজ (শনিবার) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। 
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামিরা হলেন- সোনাতলার লোহাগড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম, নূরারপটল গ্রামের আতোয়ারের ছেলে আল আমিন হোসেন এবং উপজেলার তেলিহাটা গ্রামের মৃত হানিফ শাহ এর ছেলে নূরনবী শাহ। শহীদ হোসেন নিশা সোনাতলার দিগদাইড় ইউনিয়নের লোহাগাড়া গ্রামের ছয়ফুল ইসলামের ছেলে।

জানা যায়, গত ৬ আগস্ট বসতবাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে মারপিটের ঘটনা ঘটে। এতে রাজমিস্ত্রি শহীদ হোসেন নিশা গুরুতর আহত হয়। এরপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় নিশার মা সাহিদা বেগম বাদী হয়ে ১৩ আগস্ট একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close