প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৩:০০ এএম (ভিজিট : ৩৭৬)

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইসরাইলি ফুটবল সমর্থকদের ওপর হামলা হয়েছে। এ হামলাকে ইহুদিবিদ্বেষী বলে মন্তব্য করেছেন দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতারা। নিজ দেশের ফুটবল সমর্থকদের ফেরত আনতে শুক্রবার নেদারল্যান্ডসে দুটি উড়োজাহাজ পাঠিয়েছে ইসরাইল।
আমস্টারডামের জোহান ক্রুইফ এরিনাতে বৃহস্পতিবার ইসরাইলের ফুটবল ক্লাব ম্যাকাবি তেল আবিব ও অ্যাজাক্স আমস্টারডামের মধ্যে ইউরোপা লিগের খেলা ছিল। এ ম্যাচে ইহুদি ক্লাব হিসেবে পরিচিত অ্যাজাক্স আমস্টারডাম ৫-০ গোলে জয়ী হয়। খেলা শেষে বৃহস্পতিবার রাতে ওই এলাকায় সংঘাত শুরু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, রাস্তায় চলমান সংঘাত থামাতে চেষ্টা করছে পুলিশ। এতে কিছু হামলাকারীকে ইসরাইলবিরোধী সেøাগান দিতে দেখা যায়।
আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা বলেছেন, ম্যাকাবি তেল আবিব সমর্থকদের হামলা ও গালাগাল করা হয়েছে। তাদের দিকে আতশবাজি ছোড়া হয়েছে। তাদের রক্ষা করতে এবং পাহারা দিয়ে হোটেলে পৌঁছে দিতে দাঙ্গা পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নেদারল্যান্ডসে ইহুদিবিদ্বেষ বেড়েছে। স্থানীয় অনেক ইহুদি সংগঠন ও স্কুল হুমকি এবং ঘৃণামূলক চিঠি পাওয়ার অভিযোগ করেছে।
সময়ের আলো/আরএস/