ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

কেরানীগঞ্জে বাসচাপায় নারী নিহত
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ১০:১৬ পিএম  (ভিজিট : ২০৮)
ঢাকার কেরানীগঞ্জে শরীয়তপুর পরিবহণের বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। নিহত সুমি আক্তার (৩৮) শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন মাঝিকান্দি গ্রামের মোহাম্মদ আলী মাতবরের মেয়ে। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের ইকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ইকুরিয়া বাসস্ট্যান্ড কাছে একটি বাস চাকা পাঞ্চার হয়ে ব্রেক ফেল করে রাস্তায় দাঁড়িয়ে থাকা যাত্রীদের উপর উঠে যায়। এতে শরীয়তপুর পরিবহন (মেট্রো ব-১৫-৩৫৪০) বাস ওই নারীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বাসটি জব্দ করলেও কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।

ময়নাতদন্তের জন্য বর্তমানে ওই নারীর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close