ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৬:২৪ পিএম  (ভিজিট : ২০০)
নাটোরের বড়াইগ্রামের ১১ বছর বয়সী শিশু স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে আবুল কাশেম ওরফে বাহাদুর (৬৫) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়। এ মামলার অপর ৭ আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদানের আদেশ দেন আদালত। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত বাহাদুর উপজেলার গড়মাটি মধ্যপাড়া এলাকার মৃত এবাদ আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ জুলাই সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ওই শিশু স্কুলছাত্রীকে প্রতিবেশী আবুল কাশেম ওরফে বাহাদুর তার নিজ ডেকোরেটরের দোকানে নিয়ে যায় এবং ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এসময় দোকানের ভিতর শিশুটির কান্না শুনতে পেয়ে স্থানীয় একজন মোবাইল ফোনে শিশুটির বাবাকে জানায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আবুল কাশেম ওরফে বাহাদুরসহ ৮ জনকে অভিযুক্ত করে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন। 

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. আব্দুর কাদের মিয়া জানান, দীর্ঘ প্রায় সাড়ে ৬ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক আবুল কাশেম ওরফে বাহাদুরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং বাকী আসামিদের মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। জরিমানার টাকা শিশুটির পরিবারকে প্রদানের আদেশ দেন আদালত।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close