ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

নিষেধাজ্ঞার ২০ দিনে বরিশালে ৫৯৬ জেলের কারাদণ্ড
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৬:৫৫ পিএম  (ভিজিট : ১৭২)
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গত ২০ দিনে ৫৯৬ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২৮ লাখ ৬৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ৩ হাজার ১৩টি অভিযান চালানো হয়েছে। মামলা করা হয়েছে ৯৮২টি। মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ৯৩০টি।

একই সময়ে বরিশাল বিভাগে ৫৫১ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৪ হাজার ৪৩ বার বিভিন্ন মাছঘাট, ৭ হাজার ৫০১ বার বিভিন্ন আড়ত ও ৪ হাজার ৪৫০ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদফতরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। গত ২০ দিনের অভিযানে ১৭ হাজার ৩৬১ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

পাশাপাশি ১৮ কোটি ৫৩ হাজার ১৭ হাজার ৩০০ টাকা মূল্যের ৯৯ লাখ ৩৯ হাজার ৬০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ৬ লাখ ৬৭ হাজার ৮০০ টাকা আয় হয়েছে।

মৎস্য বিভাগের উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকবে।

উল্লেখ্য, বরিশাল বিভাগের ৬ জেলার ৩ লাখ ১৯ হাজার ৮৩০ জেলে পরিবারের জন্য ৭৯৯৯৫ দশমিক ৭৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close