প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ২:৪৯ এএম (ভিজিট : ৩৯২)
সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য আবারো দুই মাসের সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩১ অক্টোবর।
বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির ফেডারেল অথরিটি এন্ড আইডেনডিটি সিটিজেনশিফ মন্ত্রনালয় আবারো এক ঘোষণার মধ্য দিয়ে সাধারণ ক্ষমার মেয়াদ ২ মাস বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণার পর বাংলাদেশী অবৈধ অভিবাসীদের সেবা দিতে আরব আমিরাতের বাংলাদেশের দুটি মিশন থেকে বিষেশ পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। প্রবাসীরা যাতে সাধারণ ক্ষমার সুযোগ নিতে পারে সে লক্ষ্যে মিশনের পাসপোর্ট উইং এবং লেবার উইংকে স্বয়ংক্রিয় করতে জনবলও বাড়ানো হয়েছিল। তবে যারা সাধারণ ক্ষমার সুযোগ নিতে ৩১ অক্টোবর পর্যন্ত পাসপোর্ট হাতে পায়নি। তারা এবার নির্ভীঘ্নে সুযোগটি গ্রহণ করতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এদিকে আবুধাবি দূতাবাস ও বাংলাদেশ দুবাই কনস্যুলেট কর্মকর্তারা জানান, ৩০ অক্টোবর পর্যন্ত পাসপোর্ট ও ট্রাভেল পারমিন আওতায় সেবা নিয়েছেন ৫৭ হাজার ২০ জন অভিবাসি, এ সময় প্রবাসীরা ই- পাসপোর্ট গ্রহণ করেছেন ৫২ হাজার ৩৮৪,মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ করেছেন ১৩ হাজার ১০৭,হাতে লিখা পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করেছেন ৩ হাজার ৩০৭ টি,সর্বমোট ৬৮ হাজার ৭৯৮ জন প্রবাসী সাধারণ ক্ষমার সুযোগ নিতে পাসপোর্ট গ্রহণ করেছেন। অপরদিকে ট্রাভেল পারমিট নিয়ে দেশে গমন করেছেন ৪ হাজার ৪২৮ জন অবৈধ অভিবাসী।
বাংলাদেশ মিশনে সেবা কার্যক্রম আরো সুন্দর ও সৃজনশীল করতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান নব নিযুক্ত কনসাল জেনারেল মো: রাশেদুজ্জামান, বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে সম সাময়িক বিষয়াবলী নিয়ে মতবিনিময় কালে তিনি একথা বলেন।
সময়ের আলো/আরএস/