ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

সিআইডির মামলা
আ.লীগ নেতা তার স্ত্রী ও কর্মচারীর ব্যাংক হিসাবে ৪২৯ কোটির লেনদেন
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১:৫৭ এএম  (ভিজিট : ৩৫৪)
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান ওরফে হুন্ডি সুমনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মানি লন্ডারিং আইনে বৃহস্পতিবার রাতে সদর থানায় মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

জেলা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল হাই সরকার বাদী হয়ে করা  মামলায় সুমনের স্ত্রী নাহিদা আক্তার রুমা ও কর্মচারী তৌকির আহমেদ মাসুমকেও আসামি করা হয়েছে। 
ওই তিনজনের ব্যাংক হিসাবে প্রায় ৪২৯ কোটি টাকার অস্তিত্ব পাওয়া গেছে। স্ত্রী ও কর্মচারীর ব্যাংক হিসাবে লেনদেনকৃত অর্থও সুমন খানের বলে জানা গেছে। সুমন খান লালমনিরহাট শহরের কালীবাড়ি (মাস্টার পাড়া) এলাকার প্রয়াত বাচ্চু খানের ছেলে। 

সিআইডির সহকারী পুলিশ সুপার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুমন খানকে ‘শীর্ষ সন্ত্রাসী’ উল্লেখ করে বলা হয়, অবৈধ সম্পদ, ব্যাংক, হোটেল, দালান এবং অন্যান্য ব্যবসাসহ চোরাচালান, মাদক কারবার, স্বর্ণ ও মুদ্রা পাচার বিষয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধানের পর মামলাটি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত প্রায় ১৪ বছরে সুমনের ব্যাংক হিসাবে ২৩৭ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৭০০ টাকা লেনদেনের সন্ধান মিলেছে। এ ছাড়া তার স্ত্রীর নামে ৪ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৩১০ টাকা এবং ওই আওয়ামী লীগ নেতার কর্মচারী মাসুমের ব্যাংক হিসাবে লেনদেন হয় ১৮৬ কোটি ৯৫ লাখ ৬১ হাজার ১২৭ টাকা। বৈধ আয়ের উৎস না থাকলেও ওইসব ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ এই অর্থ জমা, স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।

দায়ের মামলাটি এজাহার হিসাবে নথিভুক্ত করে তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
লালমনিরহাট সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল হাই সরকার বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মানি লন্ডারিং আইনে সুমন খানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আরও অনেকের বিষয়ে অনুসন্ধান চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close