ই-পেপার বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ছয়টি স্বর্ণের বার উদ্ধার
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৮:৫০ পিএম  (ভিজিট : ২০২)
মোটরসাইকেলের সাইলেন্সার পাইপের ভেতর থেকে ৮৭০ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার স্বর্ণের বার গুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে দামুড়হুদার সীমান্তবর্তী এলাকার হুদাপাড়া গ্রামের মাছপাড়া নামক স্থান থেকে এই স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালান বন্ধ ছিল। সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ থেকে ভারতের স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হুদাপাড়া বিওপির টহল দল কমান্ডার হাবিলদার মজনুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তের হুদাপাড়া গ্রামের মাছপাড়া নামক স্থানে অবস্থান নেয়। বিজিবি টহলদল মোটরসাইকেল নিয়ে এক ব্যক্তিকে সীমান্ত এলাকার দিকে যেতে দেখে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়। মোটরসাইকেল চালক বিজিবি সদস্যদের দেখে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল তল্লাশি করে সাইলেন্সার পাইপের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় স্কচটেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করে। প্যাকেটের ভেতর থেকে ৮৭০ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার জব্দ করে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close