প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১:২২ এএম (ভিজিট : ১৬৬)
লেবাননের বেক্কা উপত্যকায় গভীররাতে হামলা চালিয়েছে ইসরাইল। গতকাল মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছেন, আকস্মিক এই হামলায় ডজনখানেক শহরজুড়ে প্রাণ হারিয়েছে ৬০ জনের বেশি মানুষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ডিস্ট্রিক্ট গভর্নর বাচির খোদোর বলেছেন, হামলায় ৬৭ জন মারা গেছে। আহত হয়েছে অন্তত ১২০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। মঙ্গলবার সকালেও ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ বের করে আনতে দেখা গেছে উদ্ধারকর্মীদের।
রয়টার্সকে খোদোর বলেছেন, যাদের মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা গেছে, তাদের সংখ্যা আপনাদের জানিয়েছি। সংখ্যাটি আরও বাড়তে পারে। গত এক বছরের মধ্যে নৃশংসতম দিন ছিল এটি।
গত এক মাসে লেবাননে বিমান হামলার ব্যাপকতা বৃদ্ধি করেছে ইসরাইল। ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করেই কেবল অভিযান পরিচালনা করছে বলে দাবি করে আসছে তারা। বেক্কা উপত্যকার বেশ বড় অংশজুড়ে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে।
সময়ের আলো/আরএস/