প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৭:২৪ পিএম (ভিজিট : ১৬৬)
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামে চাঞ্চল্যকর ‘ফাইভ মার্ডার’ মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে ঝিনাইদহ জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারীয়াহ এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ভারতে পলায়ন রত কুষ্টিয়া অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী আলী রেজা ওরফে কালু ও কুষ্টিয়া জেলার পিয়ারপুর গ্রামের মহসিন আলী।
অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় হত্যা মামলার ৬ আসামি মকবুল হোসেন, আনোয়ার হোসেন, বড় কালু, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান ও বাবলুর রহমানকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার রায় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৫ ডিসেম্বর উপজেলার ত্রিবেনী গ্রামের মাঠে শেখপাড়া গ্রামের শহীদ খা, ত্রিবেনী গ্রামের শাহনেওয়াজ, একই গ্রামের ফারুক, নুরু কানা ও কুষ্টিয়ার ভবানীপুর গ্রামে কটাকে গুলি ও জবাই করে হত্যা সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করে। আদালত ২২ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আজ (মঙ্গলবার) বিকেলে এই রায় প্রদান করেন।
সরকার পক্ষে অ্যাড অজিৎ কুমার ঘোষ ও আসামি পক্ষে অ্যাড কামরুল আবেদীন মামলাটি পরিচালনা করেন।
সময়ের আলো/আরআই