ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

পদ্মায় ট্রলার থেকে অস্ত্রসহ গ্রেফতার ৪
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৯:৩৬ পিএম  (ভিজিট : ২৫০)
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে একটি বিদেশি পিস্তল ও একটি একনলা বন্দুকসহ ৪ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে গোয়ালন্দ উপজেলার অন্তর মোড় রাখালগাছি নৌপথে যাত্রীবাহী ট্রলারে তল্লাশি চালিয়ে এসব অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার কাঁচরন্দ্র গ্রামের আবুবক্কার মুন্সির ছেলে জীবন্ত মুন্সী (২০), একই গ্রামের আজাদ শেখের ছেলে নাজির উদ্দিন (১৯), পাবনা জেলার আমিনপুর থানার ধারাই গ্রামের রহমত সরদারের ছেলে রশিদ সরদার (৫৫) ও একই থানার ঢালার চর গ্রামের আনসার মোল্লার ছেলে খাইরুল মোল্লা (২৩)।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, শুক্রবার বিকেলে ইলিশ রক্ষায় যৌথবাহিনীর সদস্যসহ পুলিশ সদস্যদের নিয়ে পদ্মা নদীতে অভিযান চালানো হয়। এ সময় অভিযানের এক পর্যায়ে অন্তর মোড় থেকে পাবনার রাখালগাছীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি ট্রলারে ইলিশ পাচার হচ্ছে কিনা তা যাচাই করার জন্য তল্লাশি করলে ট্রলারের মধ্যে থাকা একটি স্কুল ব্যাগের মধ্যে থেকে একটি বিদেশি পিস্তল ও বড় একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এসময় চার যুবককে আটক করা হয়।

তিনি আরও জানান, এ ব্যাপারে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, এ বিষয়ে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সগীর মিয়া বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। মামলাটি দৌলতদিয়া নৌপুলিশ তদন্ত করবে। আটককৃতদের মধ্যে রশিদের নামে পাবনার আমিনপুর থানায় একটি মামলা রয়েছে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close