ই-পেপার মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪
মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ২০
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৮:২৬ পিএম  (ভিজিট : ৪২৮)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে নারী পুরুষসহ প্রায় ২০ জন আহত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী ও ভিটি পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনায় ওই এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, শুক্রবার বিকেলে একটি শিয়াল আচমকা লোকালয়ে চলে আসে। এ সময় পরমেশ্বরদী ও ভিটি পাড়া গ্রামের রাস্তা-বসতবাড়িতে অবস্থানরত শাহজালাল (১৪), সোহাগ (১১), মো. হালিম (৫০) ও রুবী বেগমসহ (৬০) বিভিন্ন বয়সের প্রায় ২০ জন নারী-পুরুষকে কামড়ে আহত করে।

ভিটি পাড়া  গ্রামের  মো. এছাক বলেন, বিকেল চারটার দিকে একটি শিয়াল আচমকা লোকালয়ে চলে আসে। এ সময় যাকেই সামনে পেয়েছে কামড়ে আহত করেছে।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. ফাতেমা জানান, শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ ও মহাখালী হাসপাতালে রেফার করা হয়েছে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close