প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৭:২৯ পিএম (ভিজিট : ২৩৮)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খান রিয়াজকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার তারাবো পৌরসভার রূপসী স্লুইসগেট এলাকার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, রূপগঞ্জ উপজেলার ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খান রিয়াজ রূপসী স্লুইসগেট এলাকায় অবস্থান করছিল বলে যৌথ বাহিনী সংবাদ পায়। পরে রাত ১০টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তানজির আহমেদ খান রিয়াজকে গ্রেফতার করে যৌথ বাহিনী।
ওসি আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে রিয়াজের বিরুদ্ধে। এছাড়া রূপগঞ্জসহ অন্যান্য থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও রূপগঞ্জ থানায় আন্দোলন চলাকালীন হওয়া বেশ কয়েকটি হত্যা মামলার আসামি রিয়াজ।
তানজির আহমেদ খান রিয়াজকে ১০ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তবে, এখন পর্যন্ত আদালতে শুনানি হয়নি।
সময়ের আলো/জিকে