ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

মাধবপুরে যুবকের নিজের গলা কেটে আত্মহত্যা
প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১০:২২ পিএম  (ভিজিট : ৩১০)
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাত্তার মিয়া(৩২) নামে এক যুবক নিজের গলা কেটে আত্মহত্যা করেছে। পৌরশহরের মালাকারপাড়ায় বুধবার (২৩ অক্টোবর) বিকালে এঘটনা ঘটে। সে পৌরসভার ২নং ওয়ার্ডের মিয়াব আলীর ছেলে।

মিয়াব আলী জানান, ছেলে  সাত্তার প্রায় ৮বছর আগে মাদকাসক্ত হয়ে পড়ে। বছর দুয়েক আগ থেকে সে বেপরোয়া হয়ে উঠে। মাদক সেবনের টাকা না পেলে বাসার লোকজনকে মারপিট ও ভাংচুর করতো। প্রায় একবছর আগে মারপিট করে তার স্ত্রী জোৎস্না বেগমের হাত ভেঙ্গে দেয়। দুই শিশু পুত্রকে মাটিতে চাপা দিয়ে মেরে ফেলতে চেষ্টা চালায়। অত‍্যচার সইতে না পেরে  স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে যায়। এরপর থেকে মাদকাসক্ত সাত্তার অনেকটা মানুষিক ভারসাম্যহীন হয়ে পড়ে।

তিনি বলেন, বুধবার বিকালে সত্তর উত্তেজিত হয়ে উশৃংখল আচরণ শুরু করে। এক পর্যায়ে একটি ধারালো টিনের সিট নিয়ে মালাকারপাড়া এলাকায় গিয়ে নিজের গলা কাটতে থাকে। উৎসুক জনতা নিবৃত করাতে চেষ্টা করে ব‍্যর্থ হয়। খবর পেয়ে মাধবপুর থানার এস আই সাইদুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে তার হাত থেকে জনতার সহযোগিতায় টিনের ধারালো টুকরোটি উদ্ধার করে। গুরুত্বর আহত অবস্থায় সাত্তারকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে যাওয়ার পূর্বেই সাত্তারের মৃত‍্যু হয় বলে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক জানান।

মাধবপুর থানায় ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ব্যাপারে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close