প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৬:০৩ এএম (ভিজিট : ১৮২)
জয় দিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৬তম সংস্করণে যাত্রা শুরু করেছে রংপুর বিভাগ ও ঢাকা মেট্রো। ইনিংস ও ৮১ রানের ব্যবধানে চট্টগ্রাম বিভাগকে হারিয়েছে রংপুর, বরিশাল বিভাগের বিপক্ষে মেট্রো জিতেছে ৮ উইকেটে। ড্র হয়েছে রাজশাহী-খুলনা আর ঢাকা-সিলেট বিভাগের মধ্যকার ম্যাচ দুটি।
শনিবার সকালে মাঠে গড়ায় এবারের এনসিএল। তবে বিরূপ আবহাওয়ার কারণে বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে রংপুর-চট্টগ্রাম ম্যাচটিতে খেলা শুরু হয় রোববার দুপুরের পর। অবিশ^াস্যভাবে এই ম্যাচটিই শেষ হয়েছে সবার আগে।
বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ইনিংস ব্যবধানে জয় পেয়েছে রংপুর, সেটিও কি না ২৭৩ রান করেই! খালিদ হাসান আর মিম মোসাদ্দেকের হাফসেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ওই রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে দলটি। এরপর ১০৩ রানে অলআউট হয়ে ফলোঅনে বাধ্য হয় চট্টগ্রাম। ১৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে আরও বেশি ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় দলটি। রংপুর বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে ৮৯ রানেই অলআউট হয়ে লজ্জার হার মেনে মাঠ ছাড়ে তারা। সিলেট স্টেডিয়ামে আইচ মোল্লা আর মার্শাল আইয়ুবের সেঞ্চুরিতে প্রথম দিন থেকেই নিয়ন্ত্রণে ছিল ঢাকা মেট্রো।
৫ উইকেটে ৪০৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে তারা। এরপর আশরাফুল ইসলামের দারুণ বোলিংয়ে ২১৯ রানে বরিশালের প্রথম ইনিংস গুটিয়ে দিয়ে দলটিকে ফলোঅনে পাঠায়, দ্বিতীয় ইনিংসে বরিশাল ২৫১ রান তুললে জয়ের জন্য ৬৩ রানের লক্ষ্য পায় মেট্রো। দুই ওপেনারকে হারালেও ১৫.৪ ওভারেই লক্ষ্যটা ছুঁয়ে ফেলে তারা।
সময়ের আলো/জিকে