প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৯:২৩ পিএম (ভিজিট : ২৬২)
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী তুমব্রুর পশ্চিম কুল কবরস্থান এলাকা দিয়ে বাংলাদেশে অবৈধ ভাবে অনুপ্রবেশকালে ২ জন হিন্দু সম্প্রদায়ের মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি। আটক পূর্বক পরবর্তীতে বিজিবি ওই ২ জন হিন্দু সম্প্রদায়ের মিয়ানমারের নাগরিককে প্রক্রিয়া সম্পন্ন করে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বাইশফাঁড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৭ (২ এস) সংলগ্ন আম বাগান নামক স্থান দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পুশব্যাক করা হয় বলে জানান।
মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে কক্সবাজার-৩৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তুমব্রুর বিজিবি টহল দল গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি জোনের ঘুমধুম বিওপির এমজি চেকপোস্টে কর্তব্যরত বিজিবির দায়িত্বপূর্ণ তুমব্রুর পশ্চিম কুল কবরস্থান এলাকা থেকে বাংলাদেশে অবৈধ ভাবে অনুপ্রবেশকালে ২ জন মিয়ানমারের হিন্দু সম্প্রদায়ের নাগরিককে আটক করে।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী এর নেতেৃত্ব বিওপির বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, সীমান্ত অতিক্রম করে ২ জন হিন্দু সম্প্রদায়ের মিয়ানমারের নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে প্রক্রিয়া সম্পন্ন করে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বাইশফাঁড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৭ (২ এস) সংলগ্ন আম বাগান নামক স্থান দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পুশব্যাক করা হয়।
তিনি আরও জানান, বিজিবির অধীনস্থ সমস্ত সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
প্রসঙ্গত, উক্ত মিয়ানমারের ২ জন হিন্দু সম্প্রদায়ের নাগরিক বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৭ সংলগ্ন তুমব্রুর পশ্চিম কুল কবরস্থান দিয়ে বাংলাদেশের স্থানীয় দুই জন বাঙ্গালী নাগরিকের সহযোগিতায় অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। পরবর্তীতে কর্তৃপক্ষের আদেশক্রমে আজ (মঙ্গলবার) সকাল ৮টায় আটক মিয়ানমারের নাগরিকদের বাইশফাঁড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৭ (২ এস) সংলগ্ন আম বাগান নামক স্থান দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পুশব্যাক করা হয়।
সময়ের আলো/আরআই