প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৭:২২ পিএম (ভিজিট : ২২৮)
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে ঘণ্টাব্যাপী সর্বস্তরের জনগণের পক্ষে বিপ্লবী ছাত্র-জনতা এই বিক্ষোভের আয়োজন করে।
বিক্ষোভ মিছিলটি পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদ এলাকা থেকে শুরু হয়ে রূপগঞ্জ বাজার প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
এখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সোহাগ মোল্যা, সাফায়াত হোসেন, শাহরিয়ার রহমান, তুহিন মোল্লা প্রমুখ। এ সময় ছাত্র-জনতা ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণের এক দফা দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এছাড়া আওয়ামী লীগকে হুশিয়ারি করে স্লোগান দিতে থাকে।
সময়ের আলো/আরআই