ই-পেপার রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে মিলল মিসাইলের ধ্বংসাবশেষ
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ১১:৫১ পিএম  (ভিজিট : ৩২২)
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ‍্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালার বালুর মাঠ স্থান থেকে বিজিবি অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে মিসাইলের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে। 

শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টার সময় নাইক্ষ্যংছড়ি ১১-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নায়েক সুবেদার মো. উদ্দিস গোপন সংবাদের ভিত্তিতে চাকঢালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪২/১এস ও ২এস এর মধ্যবর্তী সীমান্ত পিলারে অভিযানকালে বিওপি থেকে আনুমানিক ৭০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বালু ছড়া নামক স্থান থেকে মিসাইল এর পরিত্যক্ত ধ্বংসাবশেষ (লোহার অংশ) এর খোঁজ পান। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে উক্ত ধ্বংসাবশেষ চাকঢালা বিওপিতে নিয়ে আসে বিজিবি। 

ধারণা করা হচ্ছে, এটি মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক কোনো এক সময়ে যুদ্ধবিমান দ্বারা ফায়ারকৃত মিসাইলের ধ্বংসাবশেষ হতে পারে।

উক্ত এলাকায় সীমান্ত সুরক্ষায় নিয়োজিত নাইক্ষ্যংছড়ি ১১-বিজিবির জোয়ানেরা কঠোর ভাবে তাদের দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত এলাকার বাসিন্দারা স্থানীয় ভাবে দায়িত্বরত বিজিবি সদস্যদের এমন তৎপরতাকে ধন্যবাদ জানিয়েছেন।

১১-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাহেল আহমেদ নোবেল বলেন, উদ্ধারকৃত মিসাইল ধ্বংসাবশেষ সমূহ মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক কোনো এক সময়ে যুদ্ধ বিমান দ্বারা ফায়ারকৃত মিসাইলের ধ্বংসাবশেষ হতে পারে। বিজিবি নাইক্ষ্যংছড়ি সীমান্তে সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে।  

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close