ই-পেপার শনিবার ১৯ অক্টোবর ২০২৪
শনিবার ১৯ অক্টোবর ২০২৪

লড়াইয়ে ফিরেও পিছিয়ে ভারত
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ২:৪২ এএম  (ভিজিট : ৬২)
রোমাঞ্চকর একটা দিন। ম্যাচের দৃশ্যপট বদল ঘটল সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। ব্যাটে-বলের লড়াই হয়েছে সমানে সমান। একদিকে উঠেছে ৪৫৩ রান, অন্যদিকে পড়েছে ১০ উইকেট। প্রথম ইনিংসে অল্প রানে অলআউট হওয়া ভারত ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় ইনিংসে। রোহিত শর্মা-যশস্বী জসওয়াল দ্রুত বিদায় নিলেও বিরাট কোহলি-সরফরাজ খানের জুটিতে ভালো সময়ই পার করছিল স্বাগতিকরা। কিন্তু দিনের শেষ বলে কোহলির বিদায় তাদের ফেলেছে অস্বস্তিতে। তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২৩১ রান। এখনও ১২৫ রানে পিছিয়ে রোহিতের দল। অর্থাৎ ইনিংস পরাজয় এড়াতে অন্তত ওই রানটা করতে হবে তাদের। রাচিন রবিন্দ্রর সেঞ্চুরিতে ৪০২ রান তোলা নিউজিল্যান্ড তাই চালকের আসনেই।

বেঙ্গালুরুতে তৃতীয় দিনের শুরুতে দারুণ বোলিং উপহার দেয় ভারতীয় বোলাররা। ৪০ রানের ব্যবধানে চার কিউই ব্যাটারকে সাজঘরে ফেরান তারা। এর পরের গল্পটা রাচিনের। টিম সাউদিকে সঙ্গে নিয়ে ১৩২ বলে ১৩৭ রানের জুটি গড়ে এই তরুণ ভারতকে ফের ব্যাকফুটে ঠেলে দেন। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন রাচিন। ১৩৪ রান করেন তিনি। সাউদি করেন ৬৫ রান। এই যুগলের কল্যাণে প্রথম ইনিংসে ৩৫৬ রানের বড় লিড পায় নিউজিল্যান্ড, যা ভারতের মাটিতে দলটির বিপক্ষে সফরকারী কোনো দলের যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ।

রান পাহাড়ে চাপা পড়ে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর আশায় যেমন ব্যাটিং চালানো প্রয়োজন, তেমনটাই করার চেষ্টা চালিয়েছে ভারত। উদ্বোধনী জুটিতেই ৭২ রান তুলে ফেলে তারা। ৩৫ রান করা জসওয়ালকে ফিরিয়ে নিউজিল্যান্ড শিবিরে স্বস্তি ফেরান এজাজ প্যাটেল। তবে অন্যপ্রান্ত থেকে মারকুটে ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি তুলে নেন অধিনায়ক রোহিত। যদিও ৫২ রানের বেশি করতে পারেননি। এজাজের বলেই সাজঘরের পথ ধরেন তিনি। এরপর সরফরাজ আর বিরাট (কোহলি) গল্প, ওতেই ঘুরে দাঁড়ানো ভারতের। যদিও অস্বস্তির মেঘ কাটেনি।

অল্প সময়ের ব্যবধানে জসওয়াল আর রোহিত বিদায় নেওয়ার পর কোহলি ও সরফরাজ যেভাবে ব্যাট চালিয়েছেন তা বেশ স্বস্তিদায়কই ছিল ভারতের জন্য। প্রতি আক্রমণে শতরানের জুটি গড়ে তারাই স্বাগতিক শিবিরে আশার প্রদীপ জে¦লেছেন নতুন করে। আগ্রাসী ব্যাটিংয়ে ৪২ বলে ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন সরফরাজ, ৭০ রানে অপরাজিত এই তরুণ। তবে আট চার ও এক ছক্কায় ৭০ রান করে দিনের শেষ বলে কাটা পড়েন কোহলি। গ্লেন ফিলিপসের বল ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন তিনি। নয়তো দিনটা আরও সুন্দর হতো স্বাগতিকদের।

প্রথম ইনিংসে ৪৬ রানের কম করেও টেস্ট জয়ের সুখস্মৃতি আছে ভারতের। সেই সুখস্মৃতি ফেরানোর দারুণ একটা বার্তা তৃতীয় দিন দিয়েছে দলটি। যদিও এমন অবিশ^াস্য কীর্তি গড়তে দলটিকে পাড়ি দিতে হবে কঠিন পথ। ব্যাটারদের পাশাপাশি বোলারদের নিতে হবে বাড়তি দায়িত্ব। সেই পথে স্বাগতিকরা কতটুকু হাঁটতে পারবে তা পরিষ্কার হয়ে যাবে আজ ম্যাচের চতুর্থ দিনে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close