ই-পেপার রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪

নিষিদ্ধ সময়ে মেঘনায় ইলিশ ধরায় ৪ জেলে আটক
প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ১২:৩২ পিএম  (ভিজিট : ৪০৪)
ভোলার মনপুরায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাত ১ টার সময় উপজেলা জংলার খাল এর নিকট বর্তী এলাকায় নদীতে জাল পাতা অবস্থায় একটি মাছ ধরার ট্রলার, ৫ হাজার মিটার জাল, আনুমানিক তিন কেজি ইলিশসহ ৪ন জেলেকে আটক করে উপজেলা মৎস্য বিভাগ।

আটকরা হলেন- মনপুরা উপজেলার চর যতিন ২নং হাজীর হাট ইউনিয়নের এর বাসিন্দা মো. ইসমাইল মাঝি (৩৭), মো. হাসান (২৮), জসিম মাঝি (৩০) ও মো. রাসেল (২৫)।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামান। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা ও মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা মোতাবেক ৪ জন জেলের মধ্যে রাসেলকে দুই মাস, মো. ইসমাইল মাঝিকে ১ মাস, হাসান ও জসীমকে ১৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উদ্ধারকৃত ৩ কেজি ইলিশ মাছ এতিমখানা এবং হতদরিদ্রের মাঝে বিতরণ করা হয় হয়। ৫ হাজার মিটার জাল জন সম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ ধরার ট্রলারটি মৎস্য অফিসের মাঝি মো. শাহজাহান এর জিম্মায় রাখা হয়েছে। যা পরবর্তীতে নিলামের ব্যবস্থা করা হবে।

মনপুরা উপজেলার মৎস্য কর্মকর্তা সৃজন সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে অভিযান চালিয়ে জালসহ তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করলে বিভিন্ন মেয়াদে তাদের কে কারাদণ্ড প্রদান করা হয়। আগামী ৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close