ই-পেপার শনিবার ১৯ অক্টোবর ২০২৪
শনিবার ১৯ অক্টোবর ২০২৪

আমি প্রতারক নই : পগবা
প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৫:১৫ এএম  (ভিজিট : ১০৪)
ড্রাগস নেওয়ার দায়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে চার বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছিলেন ৩১ বছর বয়সি পল পগবা। যে কারণে অনেক ফুটবল সমর্থকই তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। তবে শেষের পথটায় আলো দেখিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। আপিলের প্রেক্ষিতে নিষেধাজ্ঞা কমিয়ে ১৮ মাসে নিয়ে এসেছে তারা। যে কারণে আগামী বছরের মার্চেই প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে পারবেন পগবা। তবে শাস্তি মেনে নিলেও নিজেকে প্রতারক নয় বলে দাবি করেছেন জুভেন্টাস মিডফিল্ডার।

গেল বছরের আগস্টে পগবাকে ঘিরে ডোপ বির্তক শুরু হয়। পরীক্ষায় তার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পাওয়ার বিষয়টি ধরা পড়ে। যে ঘটনার পর সাময়িকভাবে পগবাকে নিষিদ্ধ করে ইতালির ন্যাশনাল অ্যান্টি ডোপিং ট্রাইব্যুনাল (নাডো)। একই বছরের অক্টোবরে নমুনা পরীক্ষায় আগের ফল বজায় থাকায় চার বছরের নিষেধাজ্ঞায় পড়েন তিনি। যদিও বিষয়টিকে নিয়ে নিজেকে নির্দোষ দাবি করে পগবা বলেছেন, ‘আমি এমন একজন যে খেলাটিকে ভালোবাসে। আমি কখনো প্রতারণা করতে পারি না। আমি ন্যায্যভাবে জিততে পছন্দ করি। আমি পরাজিত কিন্তু প্রতারক নই।’

ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের হয়ে ২০২২ সাল থেকে মাঠ মাতাচ্ছেন পগবা। ক্লাবটির সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত তার চুক্তি রয়েছে। ট্রান্সফার মার্কেট অনুযায়ী বর্তমানে পগবার বাজারদর ৮০ লাখ ইউরো। তবে নিষেধাজ্ঞা শুরুর পর থেকে মাসে ২ হাজার ইউরোর বেশি পাননি। নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী বছরই ফুটবলে ফিরবেন। আর সেই ফেরাটা বর্তমান ক্লাবকে দিয়েই ফিরতে চান বলে জানিয়েছেন তিনি। সেই আশা পূরণে প্রয়োজনে বেতন কমাতেও রাজি এই ফরাসি ফুটবলার। গতকাল ইতালিয়ান পত্রিকা লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই ইচ্ছার কথা জানিয়েছেন এভাবে, ‘জুভেন্টাসের হয়ে আবার খেলার জন্য আমি টাকা ছাড়তেও রাজি আছি। এই ক্লাবের হয়েই আমি ফিরতে চাই। বাস্তবতা হচ্ছে আমি জুভেন্টাসের খেলোয়াড়, আমি তাদের হয়ে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি।’

পগবা চাইলেও কিংবা শাস্তি কমার ঘোষণা আসার পরও জুভেন্টাস ক্লাব কর্তৃপক্ষ তার সঙ্গে চুক্তি বাতিল করতে চায়। এমনটাই জানাচ্ছে ইতালিয়ান সংবাদ মাধ্যমগুলো। যা নিয়ে সামান্য মাথাব্যাথা নেই ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জেতা তারকার। প্রত্যাবর্তনের পর নিজেকে অনন্য উচ্চতায় দেখার স্বপ্নই দেখছেন, ‘নতুন এক পগবাকে মাঠে দেখা যাবে; ক্ষুধার্ত, জ্ঞানী এবং আরও শক্তিশালী...আমি শুধু ফুটবল খেলতে চাই। জুভেন্টাসের হয়ে অনুশীলন ও খেলতে প্রস্তুতি নিতে চাই। আমি জুভেন্টাসের খেলোয়াড়, আমার মনে এখন এটাই।’




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close