ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

রেজিস্ট্রি অফিসের ভলিউম বইয়ের পাতা উধাও
কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৫
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৫:৫৩ পিএম  (ভিজিট : ২১৬)
সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসের ভলিউম বইয়ের পাঁচটি পাতা উধাও করার অভিযোগে কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেনসহ ৫ জনকে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ওই ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়।

গ্রেফতাররা হলেন- সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন (৫৫), তার ভাতিজা ইয়াছিন আরাফাত শাওন (২৮) ও স্ট্যাম্প ভেন্ডার এমএম শাহজাহান (৫৫), রেজিস্ট্রি অফিসের নকলনবিশ অনলকৃষ্ণ রায় ও কাজী আবুল বাশার। 

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসার মো. রিপন মুন্সি জানান, তার অফিসের ভলিউম বইয়ের পাঁচটি পাতা উধাও হয়ে গেছে। এ ঘটনায় সন্দেহভাজনদের গত ১৬ অক্টোবর রাতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ শেষে কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেনসহ ৫ জনের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হয়ে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারা পরস্পর যোগসাজশে এ অপরাধ করেছেন বলে জানান তিনি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফি জানান, এ ব্যাপারে থানায় ফৌজদারি মামলা দায়েরের পর গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close